
পাপীতাপী অধম আমি প্রভু
দুহাত পেতেছি তোমার দ্বারে,
পরশ মণি ছোঁয়াও তুমি
সদা থেকো মোর অন্তরে।
সূর্য্যি যেমন বিলিয়ে দেয়
ধরার বুকে আলো,
ধর্ম বর্ণের নেই ভেদাভেদ
করে সবার ভালো।
তেমনি করে জগত মাঝে
সৃষ্টির কর ভালো,
যতই আসে ঝড় ঝঞ্ঝা
আকাশ করে কালো।
বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি তুমি
দেখাও ন্যায় সত্যের দিশা,
আলোর জ্যোতি ছড়িয়ে
ভবের ঘুচাও অমানিশা।