ঢাকা ০৬:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সীমা দেবনাথ-এর কবিতা : সুখানুভব

  • আপডেট সময় : ১০:৫৬:১৭ পিএম, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ৫৯৮

ক্ষণিক পরিচয়ে এসে
কেউ হারিয়ে যায়,
অনন্তকালের স্মৃতি হয়ে
কেউবা মনে রয়।

ফুল ফোটে কাননে
চারদিক করে আলো,
কত না ভ্রমর আসে
বেসে তাকে ভালো।

দূর থেকে আকৃষ্ট হয়ে
সুমিষ্ট সুগন্ধে তার,
বিলিয়ে মধু যে ফুল
হয়ে যায় একাকার।

চায় না কিছুই সে তো
কভু তার বিনিময়ে,
বিলানোই অন্যেরে সুখ
এই ব্রতটুকু নিয়ে।

তাতেই অনেক সুখানুভব
লাভ করে ফুল,
পরোপকারের ভাবনাতে
সদা রয় মশগুল।

সীমা দেবনাথ-এর কবিতা : সুখানুভব

আপডেট সময় : ১০:৫৬:১৭ পিএম, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

ক্ষণিক পরিচয়ে এসে
কেউ হারিয়ে যায়,
অনন্তকালের স্মৃতি হয়ে
কেউবা মনে রয়।

ফুল ফোটে কাননে
চারদিক করে আলো,
কত না ভ্রমর আসে
বেসে তাকে ভালো।

দূর থেকে আকৃষ্ট হয়ে
সুমিষ্ট সুগন্ধে তার,
বিলিয়ে মধু যে ফুল
হয়ে যায় একাকার।

চায় না কিছুই সে তো
কভু তার বিনিময়ে,
বিলানোই অন্যেরে সুখ
এই ব্রতটুকু নিয়ে।

তাতেই অনেক সুখানুভব
লাভ করে ফুল,
পরোপকারের ভাবনাতে
সদা রয় মশগুল।