
আমি ভারী তৃষ্ণার্ত, জলের তৃষ্ণায় ছটফট করছি
ঝরনার কাছে গেলাম, আমাকে দেখে
ঝরনার জল থেমে গেল।
টিপকলের কাছে গেলাম, আমাকে দেখে
জল পড়া বন্ধ হয়ে গেল।
নদীর ঘাটে গেলাম, আমাকে দেখে
নদীর জল শুকিয়ে গেল।
রাশভারী কণ্ঠে নদী আমাকে শুধালো,
তুমি বড় অসময়ে এসেছো আমার কাছে
এখন আর যৌবন নেই আমার।
ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম,
ঈশ্বর বললেন, তুমি পবিত্র হও,
জলের তৃষ্ণা মিটে যাবে;
দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে গেছে।