ঢাকা ০৪:২৩ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের রং।। মো: সোহাগ

  • আপডেট সময় : ১১:২৯:১০ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ৬০৫
রঙিন আলোর খোঁজে দুর্গম পথ হাঁটা,
আমার এ জীবন যেন বড় সাদামাটা।
বিচিত্র রং মাঝে এক বিদঘুটে কালো,
অমাবস্যা আঁধার কোথা নেই আলো।
জীবন বয়ে চলে বহমান নদীর মতো,
বেদনার খরস্রোতে হৃদয় ক্ষতবিক্ষত।
সুখ পেলে দুঃখ এসে করে জ্বালাতন,
হৃদয়ের দুয়ারে উঁকি মারে ক্ষণে ক্ষণ।
জীবনে এতো রং এতো ঢং পরিশেষে,
একদিন সবই তো যাবে ধুলোয় মিশে।
তবু অপেক্ষায় রঙিন আলোর আশে,
অন্তিমক্ষণ দুয়ারে আসবে অবশেষে।
দৌলতপুর, মানিকগঞ্জ 

জীবনের রং।। মো: সোহাগ

আপডেট সময় : ১১:২৯:১০ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
রঙিন আলোর খোঁজে দুর্গম পথ হাঁটা,
আমার এ জীবন যেন বড় সাদামাটা।
বিচিত্র রং মাঝে এক বিদঘুটে কালো,
অমাবস্যা আঁধার কোথা নেই আলো।
জীবন বয়ে চলে বহমান নদীর মতো,
বেদনার খরস্রোতে হৃদয় ক্ষতবিক্ষত।
সুখ পেলে দুঃখ এসে করে জ্বালাতন,
হৃদয়ের দুয়ারে উঁকি মারে ক্ষণে ক্ষণ।
জীবনে এতো রং এতো ঢং পরিশেষে,
একদিন সবই তো যাবে ধুলোয় মিশে।
তবু অপেক্ষায় রঙিন আলোর আশে,
অন্তিমক্ষণ দুয়ারে আসবে অবশেষে।
দৌলতপুর, মানিকগঞ্জ