ঢাকা ০৪:২৯ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শীত এসেছে : এ.জে.আকাশ

  • আপডেট সময় : ১১:১২:১৬ পিএম, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ৮১৫

 

শীত এসেছে ! শীত এসেছে! গরীব-দুঃখীর ঘরে,
আসেনি শীত ধনীর অট্টালিকার বন্ধ দুয়ারে।
কেউ মেতে উঠেছে হরেক রকম আনন্দ-উৎসবে,
কারো গায়ে কাঁপন ধরেছে শীতকালীন সর্দি-জ্বরে।
কেউ কিনেছে গরম পোশাক নানা রঙের,
কেউ খুঁজে বেড়ায় উষ্ণতা একটুখানি তাপের।
কেউ গুঁটিসুটি দিয়ে বসে থাকে রাস্তার ধারে,
কেউ বারবিকিউ উৎসবে মেতে উঠে রাতের অন্ধকারে।
কারো কম্বল মুড়ি দিয়ে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়,
কেউ অর্ধনগ্ন শরীরে ভিজে মাঠে নাঙ্গল চালায়।
কারো রাত কাটে হাড়ে কাঁপান ধরানো মাঘের শীতে,
কেউ রাতে ক্লান্তি মুছে পিঠে-পুলির মেলাতে।
শীতের কষ্ট এসেছে আজ গরীব-দুঃখীর ঘরে,
আনন্দটা বিলিয়ে দিয়েছে সে ধনীর শহরে।

 

 

বেগমগঞ্জ, নোয়াখালী।

শীত এসেছে : এ.জে.আকাশ

আপডেট সময় : ১১:১২:১৬ পিএম, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

 

শীত এসেছে ! শীত এসেছে! গরীব-দুঃখীর ঘরে,
আসেনি শীত ধনীর অট্টালিকার বন্ধ দুয়ারে।
কেউ মেতে উঠেছে হরেক রকম আনন্দ-উৎসবে,
কারো গায়ে কাঁপন ধরেছে শীতকালীন সর্দি-জ্বরে।
কেউ কিনেছে গরম পোশাক নানা রঙের,
কেউ খুঁজে বেড়ায় উষ্ণতা একটুখানি তাপের।
কেউ গুঁটিসুটি দিয়ে বসে থাকে রাস্তার ধারে,
কেউ বারবিকিউ উৎসবে মেতে উঠে রাতের অন্ধকারে।
কারো কম্বল মুড়ি দিয়ে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়,
কেউ অর্ধনগ্ন শরীরে ভিজে মাঠে নাঙ্গল চালায়।
কারো রাত কাটে হাড়ে কাঁপান ধরানো মাঘের শীতে,
কেউ রাতে ক্লান্তি মুছে পিঠে-পুলির মেলাতে।
শীতের কষ্ট এসেছে আজ গরীব-দুঃখীর ঘরে,
আনন্দটা বিলিয়ে দিয়েছে সে ধনীর শহরে।

 

 

বেগমগঞ্জ, নোয়াখালী।