ঢাকা ০১:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বই আলোচনা : একটি নিহত রক্তজবা

  • আপডেট সময় : ০৫:২৮:১২ পিএম, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ১২১২

আব্দুল্লাহ আর রাফির কবিতার বই ‘একটি নিহত রক্তজবা’

কবিতার প্রতি ভালোবাসা থেকেই বইটি সংগ্রহ এবং আলোচনা করা। “একটি নিহত রক্তজবা” কবি আব্দুল্লাহ আর রাফির তৃতীয় কাব্যগ্রন্থ। বইটিতে মোট, ৪০ টি কবিতা আছে। তবে দারুণ বিষয় হচ্ছে, বইয়ের প্রতিটা কবিতায় ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছি এবং বেশ কিছু আমার ভাবনা কে খুব গভীরে নিয়ে গেছে। আকর্ষণ টা এখানেই বেড়ে গেছে।
পছন্দের কবিতা গুলোর কয়েকটি :

দূরত্ব, দিয়াশলাই, জীবন জংশন, একটি নিহত রক্তজবা, ভ্রম, খুনি চোখ, শোকগাথা হাসিমুখ, অভিমান ইত্যাদি।
পছন্দের কিছু লাইন :

১.”যে একজোড়া চোখের বর্ণনায় গোটা একটা উপন্যাস লেখা সম্ভব, আমি সেই চোখের দেখানো মিথ্যা মায়া”।
কবিতাংশ : জাদুকর

২.”কিছু দূরত্ব জানে তুমিহীন এ বুকের হাহাকার, আর কিছু দূরত্ব এ জনমে না ফুরাবার”।
কবিতাংশ : দূরত্ব
৩.”আমার খুনির মৃত্যুদন্ড হোক, দাফন হোক আমার বুকে”।

কবিতাংশ : খুনি চোখ
এভাবে উল্লেখ করার মতো পছন্দের আরও অনেক গুলো লাইন আছে। এমনকি কিছু কিছু লাইন আমাকে ভাবিয়েছে, কাঁদিয়েছে, পরিশেষে আত্মসন্তুষ্টির বিষয়টিও উপলব্ধি করিয়েছি ।

সমালোচনা : হাইলাইট করে সমালোচনা করার মতো তেমন কিছু পাই নি বইটিতে। লেখার মান, কাগজ, প্রিন্ট যথেষ্ট ভালো ছিলো। তবে সব মিলিয়ে দাম টা একটু বেশি মনে হয়েছে৷

লেখকের জন্য শুভ কামনা। সচরাচর নবীণদের লেখায় এতোটা তৃপ্তি পাই না। বইটা দারুণ ছিলো। পড়ার সময়টা দারুণ কেটেছে ।

বই : একটি নিহত রক্তজবা (কাব্যগ্রন্থ)
কবি : আব্দুল্লাহ আর রাফি
প্রচ্ছদ : শাহাদাত হোসেন
প্রকাশনী : বইমই প্রকাশনী
পৃষ্ঠা : ৪৮
প্রকাশ : ডিসেম্বর, ২০২৩
মুদ্রিত মূল্য : ২০০ ৳, বিক্রয় : ১৫০ ৳

বই আলোচনা : একটি নিহত রক্তজবা

আপডেট সময় : ০৫:২৮:১২ পিএম, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

আব্দুল্লাহ আর রাফির কবিতার বই ‘একটি নিহত রক্তজবা’

কবিতার প্রতি ভালোবাসা থেকেই বইটি সংগ্রহ এবং আলোচনা করা। “একটি নিহত রক্তজবা” কবি আব্দুল্লাহ আর রাফির তৃতীয় কাব্যগ্রন্থ। বইটিতে মোট, ৪০ টি কবিতা আছে। তবে দারুণ বিষয় হচ্ছে, বইয়ের প্রতিটা কবিতায় ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছি এবং বেশ কিছু আমার ভাবনা কে খুব গভীরে নিয়ে গেছে। আকর্ষণ টা এখানেই বেড়ে গেছে।
পছন্দের কবিতা গুলোর কয়েকটি :

দূরত্ব, দিয়াশলাই, জীবন জংশন, একটি নিহত রক্তজবা, ভ্রম, খুনি চোখ, শোকগাথা হাসিমুখ, অভিমান ইত্যাদি।
পছন্দের কিছু লাইন :

১.”যে একজোড়া চোখের বর্ণনায় গোটা একটা উপন্যাস লেখা সম্ভব, আমি সেই চোখের দেখানো মিথ্যা মায়া”।
কবিতাংশ : জাদুকর

২.”কিছু দূরত্ব জানে তুমিহীন এ বুকের হাহাকার, আর কিছু দূরত্ব এ জনমে না ফুরাবার”।
কবিতাংশ : দূরত্ব
৩.”আমার খুনির মৃত্যুদন্ড হোক, দাফন হোক আমার বুকে”।

কবিতাংশ : খুনি চোখ
এভাবে উল্লেখ করার মতো পছন্দের আরও অনেক গুলো লাইন আছে। এমনকি কিছু কিছু লাইন আমাকে ভাবিয়েছে, কাঁদিয়েছে, পরিশেষে আত্মসন্তুষ্টির বিষয়টিও উপলব্ধি করিয়েছি ।

সমালোচনা : হাইলাইট করে সমালোচনা করার মতো তেমন কিছু পাই নি বইটিতে। লেখার মান, কাগজ, প্রিন্ট যথেষ্ট ভালো ছিলো। তবে সব মিলিয়ে দাম টা একটু বেশি মনে হয়েছে৷

লেখকের জন্য শুভ কামনা। সচরাচর নবীণদের লেখায় এতোটা তৃপ্তি পাই না। বইটা দারুণ ছিলো। পড়ার সময়টা দারুণ কেটেছে ।

বই : একটি নিহত রক্তজবা (কাব্যগ্রন্থ)
কবি : আব্দুল্লাহ আর রাফি
প্রচ্ছদ : শাহাদাত হোসেন
প্রকাশনী : বইমই প্রকাশনী
পৃষ্ঠা : ৪৮
প্রকাশ : ডিসেম্বর, ২০২৩
মুদ্রিত মূল্য : ২০০ ৳, বিক্রয় : ১৫০ ৳