ঢাকা ০৭:৫২ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা।। বেলা শেষে : মো. হাবিবুর রহমান

  • আপডেট সময় : ১০:৫৬:০৪ পিএম, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৫০

 

আজ বেলা শেষে মনে পরে সুপ্ত, অতি স্মৃতি কথা
চলেছি হরষে সবের সাথে, নেই কারো সাথে কোন মলিনতা।

তবু মিনতি আজি ব্যথিত অন্তরে
মোর আচরণে হলে, কেহ ব্যথায় ব্যাথি-
ক্ষমা করে দিতে রইল আকুতি,
কেটেছে সময় যাদের সাথে, সবের তরে।
স্রষ্টার এ সৃষ্টি শালায়
কেহ আসে কেহ চলে যায়
এ যে নিয়তির খেলা –

জানিনা মোর বিচরণ আর কতদিন
কখন হয়ে যাব ধরা হতে বিলীন,
তাই তো বেলা শেষে রইল আকুতি
ক্ষমার্জিত হৃদয়ে দোয়া প্রার্থী –
বিদায় হতে, নিয়ে ক্ষমা বাণী
এ আশার বাঁধন হৃদয়ে বাঁধিয়া
রহিনু সবের তরে আঁখি মেলে চাহিয়া
চাহি দোয়া নিষ্পাপে চলে যেন বিদায়ী তরীখানি।

,

কবিতা।। বেলা শেষে : মো. হাবিবুর রহমান

আপডেট সময় : ১০:৫৬:০৪ পিএম, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

 

আজ বেলা শেষে মনে পরে সুপ্ত, অতি স্মৃতি কথা
চলেছি হরষে সবের সাথে, নেই কারো সাথে কোন মলিনতা।

তবু মিনতি আজি ব্যথিত অন্তরে
মোর আচরণে হলে, কেহ ব্যথায় ব্যাথি-
ক্ষমা করে দিতে রইল আকুতি,
কেটেছে সময় যাদের সাথে, সবের তরে।
স্রষ্টার এ সৃষ্টি শালায়
কেহ আসে কেহ চলে যায়
এ যে নিয়তির খেলা –

জানিনা মোর বিচরণ আর কতদিন
কখন হয়ে যাব ধরা হতে বিলীন,
তাই তো বেলা শেষে রইল আকুতি
ক্ষমার্জিত হৃদয়ে দোয়া প্রার্থী –
বিদায় হতে, নিয়ে ক্ষমা বাণী
এ আশার বাঁধন হৃদয়ে বাঁধিয়া
রহিনু সবের তরে আঁখি মেলে চাহিয়া
চাহি দোয়া নিষ্পাপে চলে যেন বিদায়ী তরীখানি।

,