ঢাকা ০৫:৪২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষাকাল এলো : মো. এখলাছুর রহমান

  • আপডেট সময় : ১০:৫৯:২৯ পিএম, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৬৩৩

 

আষাঢ় শ্রাবণ মিলে হলো
বর্ষাকালের সৃষ্টি,
কালো মেঘের ভীড় জমেছে
ধরায় এলো বৃষ্টি।

রিমঝিমাঝিম ছন্দ সুরে
যখন বৃষ্টি আসে,
শহর গ্রামে চারিদিকে
নদীর জলে ভাসে।

নীল আকাশে সাদা মেঘে
অপরূপ সাজ ধরে,
বৃষ্টির জলে শিশুরা সব
খেলাধুলা করে।

গাছে গাছে কদম ফুটে
দেখতে ভালো লাগে,
সাদা হলুদ রং যে দেখে
মন আনন্দে জাগে।

বর্ষাকাল এলো : মো. এখলাছুর রহমান

আপডেট সময় : ১০:৫৯:২৯ পিএম, শুক্রবার, ২৮ জুন ২০২৪

 

আষাঢ় শ্রাবণ মিলে হলো
বর্ষাকালের সৃষ্টি,
কালো মেঘের ভীড় জমেছে
ধরায় এলো বৃষ্টি।

রিমঝিমাঝিম ছন্দ সুরে
যখন বৃষ্টি আসে,
শহর গ্রামে চারিদিকে
নদীর জলে ভাসে।

নীল আকাশে সাদা মেঘে
অপরূপ সাজ ধরে,
বৃষ্টির জলে শিশুরা সব
খেলাধুলা করে।

গাছে গাছে কদম ফুটে
দেখতে ভালো লাগে,
সাদা হলুদ রং যে দেখে
মন আনন্দে জাগে।