ঢাকা ০৪:০১ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দখলদারি : আব্দুস সাত্তার সুমন 

  • আপডেট সময় : ১২:৫৮:১১ এএম, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৬৩০
ক্ষান্ত হল নৌকা বাই
দুলছে ধানের শীষে,
ভূমিদস্যু, দখলদারি
ওত পেতেছে বিষে।
জামাত ঘেরা লাঙ্গল কাঁধে
শত দলের হানা,
সুযোগ বুঝে পরজীবী
ফন্দি তাদের জানা।
সমন্বয়ের আজান শুনে
সৈন্য সাজে রানী,
চারিপাশে মুখোশধারী
ভেসে আসে ধ্বনি।
বিচ্ছু সাপেরা আনাগোনা
নাচ্ছে তাধিন তানা,
অবুঝ প্রাণী ধরে এনে
রমরমা সেই খানা।

দখলদারি : আব্দুস সাত্তার সুমন 

আপডেট সময় : ১২:৫৮:১১ এএম, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
ক্ষান্ত হল নৌকা বাই
দুলছে ধানের শীষে,
ভূমিদস্যু, দখলদারি
ওত পেতেছে বিষে।
জামাত ঘেরা লাঙ্গল কাঁধে
শত দলের হানা,
সুযোগ বুঝে পরজীবী
ফন্দি তাদের জানা।
সমন্বয়ের আজান শুনে
সৈন্য সাজে রানী,
চারিপাশে মুখোশধারী
ভেসে আসে ধ্বনি।
বিচ্ছু সাপেরা আনাগোনা
নাচ্ছে তাধিন তানা,
অবুঝ প্রাণী ধরে এনে
রমরমা সেই খানা।