ঢাকা ০৬:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভূতের সাথে খেলা।। বিধান চন্দ্র দেবনাথ

  • আপডেট সময় : ০৫:২৬:৫৯ পিএম, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ৬৯১
ভূত আমায় বলল এসে
এসো তুমি রাতে,
তোমার আমার দেখা হবে
বাড়ির পিছনের ক্ষেতে।
দুইজন মিলে খেলবো খেলা
পাশের ঝাউ বনে,
তুমি হবে বর আর
আমি হব কনে।
তুমি আমি যাব দুইজন
চৌধুরীদের বাড়ি,
চৌধুরীর মেয়ের নাকি
তোমার সাথে আড়ি?
তাকে আমরা আনবো ধরে
দিবো কিছু ঝারি,
জিজ্ঞেস করে জানতে চাইবো
ভাঙ্গবে কবে আড়ি।
জামালগঞ্জ, সুনামগঞ্জ

ভূতের সাথে খেলা।। বিধান চন্দ্র দেবনাথ

আপডেট সময় : ০৫:২৬:৫৯ পিএম, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
ভূত আমায় বলল এসে
এসো তুমি রাতে,
তোমার আমার দেখা হবে
বাড়ির পিছনের ক্ষেতে।
দুইজন মিলে খেলবো খেলা
পাশের ঝাউ বনে,
তুমি হবে বর আর
আমি হব কনে।
তুমি আমি যাব দুইজন
চৌধুরীদের বাড়ি,
চৌধুরীর মেয়ের নাকি
তোমার সাথে আড়ি?
তাকে আমরা আনবো ধরে
দিবো কিছু ঝারি,
জিজ্ঞেস করে জানতে চাইবো
ভাঙ্গবে কবে আড়ি।
জামালগঞ্জ, সুনামগঞ্জ