ঢাকা ০৬:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সবজির বাজার।। বিধান চন্দ্র দেবনাথ

  • আপডেট সময় : ১১:২২:৩০ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ৬৩৩
আমি বাজারে গিয়ে দেখি
সবজি হাটে আগুন,
এখন আমি ক্যামনে কিনবো?
পেয়াজ, আলু আর বেগুন।
কিনতে হবে অনেক কিছু
হাতে লম্বা টোকা,
সবজি কিনতে গিয়ে আমি
হয়ে গেলাম বোকা।
সত্তর টাকা কেজির কমে
কিছু কিনতে নাহি পারি,
খালি হাতে আসলে বাড়ি
বউ মারে ঝাড়ি।
লেবু কিনতে গিয়ে দেখি
পঞ্চাশ টাকা হালি,
বাজারে গেলেই মানি ব্যাগ
হয়ে যায় খালি।
[জামালগঞ্জ, সুনামগঞ্জ]

সবজির বাজার।। বিধান চন্দ্র দেবনাথ

আপডেট সময় : ১১:২২:৩০ পিএম, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
আমি বাজারে গিয়ে দেখি
সবজি হাটে আগুন,
এখন আমি ক্যামনে কিনবো?
পেয়াজ, আলু আর বেগুন।
কিনতে হবে অনেক কিছু
হাতে লম্বা টোকা,
সবজি কিনতে গিয়ে আমি
হয়ে গেলাম বোকা।
সত্তর টাকা কেজির কমে
কিছু কিনতে নাহি পারি,
খালি হাতে আসলে বাড়ি
বউ মারে ঝাড়ি।
লেবু কিনতে গিয়ে দেখি
পঞ্চাশ টাকা হালি,
বাজারে গেলেই মানি ব্যাগ
হয়ে যায় খালি।
[জামালগঞ্জ, সুনামগঞ্জ]