ঢাকা ০৪:১৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা।। জীবন্ত লাশ 

  • আপডেট সময় : ০৬:০১:২৪ এএম, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ১২৮২

নূরুল ইসলাম নূরচান

মানুষ-

কেন কর হাহাকার
কে তোমায় মনে রাখবে!
যতদিন কর্মক্ষম থাকবে
মানুষের কাছে কদর পাবে।

কর্ম ক্ষমতা হারিয়েছ তো
তুমি জীবন্ত লাশ;
ফুল যেমন ঝরে গেলে হারায় সুবাস।
পাখির কূজনে
মুখরিত হয় চরাচর।

পাখিরা চলে গেলে নিঃসঙ্গ নিস্তব্ধ প্রান্তর
প্রয়োজনে মানুষের কাছে মানুষের কদর,
মানুষ- বন্ধ কর তোমার হাহাকার।

কবিতা।। জীবন্ত লাশ 

আপডেট সময় : ০৬:০১:২৪ এএম, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

নূরুল ইসলাম নূরচান

মানুষ-

কেন কর হাহাকার
কে তোমায় মনে রাখবে!
যতদিন কর্মক্ষম থাকবে
মানুষের কাছে কদর পাবে।

কর্ম ক্ষমতা হারিয়েছ তো
তুমি জীবন্ত লাশ;
ফুল যেমন ঝরে গেলে হারায় সুবাস।
পাখির কূজনে
মুখরিত হয় চরাচর।

পাখিরা চলে গেলে নিঃসঙ্গ নিস্তব্ধ প্রান্তর
প্রয়োজনে মানুষের কাছে মানুষের কদর,
মানুষ- বন্ধ কর তোমার হাহাকার।