ঢাকা ০৯:৪২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গলদ দেখো মূলে : হানিফ রাজা

  • আপডেট সময় : ০৭:১৫:৫৩ পিএম, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ৬৫৪

 

গলদ এখন হচ্ছে কোথায়
ভেবো দেখো মূলে,
রাতারাতি পেঁয়াজের দাম
দুইশ টাকায় ঝুলে।

কেউ রাখে না দুখীর খবর
পরের কথায় লাফায়,
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায়
গরিব কষ্টে ধাপায়।

পরের কথায় কান না দিয়ে
চক্ষু খুলে দেখো,
ভাঁওতাবাজি হচ্ছে আজি
কলমে তা লেখো।

পেঁয়াজ কেনা বন্ধ হলে
লাভ হবে না মোটে,
জালিম শাহির গদিচ্যুতি
ভাঙতে হবে লুটে।

সময় থাকতে জালিম শাহির
মূলটা ছুঁড়ে ফেলো,
চারিদিকে দাও ছড়িয়ে
কাঁচামালের ভ্যালু।

গলদ দেখো মূলে : হানিফ রাজা

আপডেট সময় : ০৭:১৫:৫৩ পিএম, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

 

গলদ এখন হচ্ছে কোথায়
ভেবো দেখো মূলে,
রাতারাতি পেঁয়াজের দাম
দুইশ টাকায় ঝুলে।

কেউ রাখে না দুখীর খবর
পরের কথায় লাফায়,
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায়
গরিব কষ্টে ধাপায়।

পরের কথায় কান না দিয়ে
চক্ষু খুলে দেখো,
ভাঁওতাবাজি হচ্ছে আজি
কলমে তা লেখো।

পেঁয়াজ কেনা বন্ধ হলে
লাভ হবে না মোটে,
জালিম শাহির গদিচ্যুতি
ভাঙতে হবে লুটে।

সময় থাকতে জালিম শাহির
মূলটা ছুঁড়ে ফেলো,
চারিদিকে দাও ছড়িয়ে
কাঁচামালের ভ্যালু।