ঢাকা ১১:৪১ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হেমন্ত বরণ : মো. ছিদ্দিকুর রহমান

  • আপডেট সময় : ১২:১৩:১৯ এএম, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ৫৮৮

 

হিমেল হাওয়ায় মন যেতে চায়
আমার সোনার গাঁয়ে,
রাখাল ছেলে যাচ্ছে মাঠে
শিশির ভেজা পায়ে।

পথের পাশে দূর্বা ঘাসে
শিশির বিন্দু হাসে ,
মাঠের কোনে সবুজ ধানে
চাষির স্বপন ভাসে।

দোয়েল কোয়েল ফিঙ্গে শালিক
ভোর বিহানে ডাকে ,
হারাণ মাঝির নৌকা ভেড়ে
নদীর বাঁকে বাঁকে।

পাখির গানে প্রভাত আনে
গভীর রাতের শেষে ,
পল্লীবালা পাথ চেয়ে রয়
আমায় ভালোবেসে।

দশানী, বাগেরহাট

হেমন্ত বরণ : মো. ছিদ্দিকুর রহমান

আপডেট সময় : ১২:১৩:১৯ এএম, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

 

হিমেল হাওয়ায় মন যেতে চায়
আমার সোনার গাঁয়ে,
রাখাল ছেলে যাচ্ছে মাঠে
শিশির ভেজা পায়ে।

পথের পাশে দূর্বা ঘাসে
শিশির বিন্দু হাসে ,
মাঠের কোনে সবুজ ধানে
চাষির স্বপন ভাসে।

দোয়েল কোয়েল ফিঙ্গে শালিক
ভোর বিহানে ডাকে ,
হারাণ মাঝির নৌকা ভেড়ে
নদীর বাঁকে বাঁকে।

পাখির গানে প্রভাত আনে
গভীর রাতের শেষে ,
পল্লীবালা পাথ চেয়ে রয়
আমায় ভালোবেসে।

দশানী, বাগেরহাট